ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূস  ও নরেন্দ্র মোদির বৈঠক এপ্রিলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালায়নের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। নানা ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে বৈঠক না হওয়া নিয়ে একাধিকবার দুই দেশের মিডিয়ায় নানা ধরণের তথ্য প্রকাশিত হয়েছে। এতে আলোচনাও হয়েছে বিস্তার। তবে ফলাফল তার কাঙ্ক্ষিত রূপটি দেখেনি। তাতে অনেকের মনে প্রশ্ন ছিল, কবে হবে মোদি ও ড. ইউনূসের বৈঠক? 

তবে এবার  সেই কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

জানা গেছে, আগামী ৪ এপ্রিল বিমসটেক সামিটে ব‍্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। 

ইন্দ্র মণি পান্ডে বলেন, ৪ এপ্রিল ব‍্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা নির্ভর করে দুই দেশের ওপর। 

যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্র মনির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি